রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০

নিজস্ব প্রতিনিধি ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ১৯২৯ সালে প্রতিষ্ঠিত পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে এই পর্যন্ত যে সকল শিক্ষক ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিদ্যালয় দুটির সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া করার প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল বিকেল ৫ টায় পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রস্তুতি সভায় বিদ্যালয়ের সাবেক ছাত্র পীরজাদা মাওলানা মোঃ আফসার উদ্দিনের সভাপ্রধানে এবং পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশাররফ হোসেন মিয়াজী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাবেক শিক্ষার্থী কামরুজ্জামান লিটন, মোঃ মঈনুল হোসেন, প্রভাষক মোঃ জাভেদ বকাউল, বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়ালী উল্লাহ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, কামরুজ্জামান প্রধান, মাওঃ মোঃ সফিকুল ইসলাম, কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, মুফতি আরিফ বিল্লাহ ও মাওঃ মোঃ সালাউদ্দিন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।

বক্তারা বিদ্যালয়ের মৃত্যুবরণকারী শিক্ষক, ছাত্র এবং বর্তমান শিক্ষক ও ছাত্রদের জন্যে দোয়ার আয়োজন করা, একটি স্মরণিকা প্রকাশ, পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্যে বিশিষ্ট সমাজসেবক ও অত্র প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোশাররফ হোসেন মিয়াজীকে ধন্যবাদ জানান বক্তারা।

সভায় আগামী পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন এ দোয়ার তারিখ নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়