প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![রাজারগাঁও ইউনিয়নে প্রয়াত বিএনপি নেতাদের স্মরণে দোয়া ও আলোচনা সভা](/assets/news_photos/2023/04/27/image-32294.jpg)
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল গত ২১ এপ্রিল শুক্রবার রাজারগাঁও কচিকাঁচা মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হারিছ আহম্মদ খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা তালুকদার, মোঃ নকিব হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ঢালী, যুবদলের নেতা আল-আমিন ভূঁইয়া ও সাবেক ছাত্র নেতা মাহবুবর রহমান বাবু। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বাসার আহমেদ, সাদ্দাম হোসেন, সাবেক ছাত্র নেতা জুবায়ের হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ছাত্র নেতা রবিউল হাছান, আনোয়ার, বাপ্পি, নাঈম, রিয়াদ, রামিম, জিয়া, কাদের, মাহাদী, মেহেদী, সাগর, রায়হান, রবিন, মহিন ও ইয়াছিন।
প্রয়াত নেতাদের মধ্যে রয়েছেন : ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সফল সংগঠক আঃ ছোবহান মাস্টার, মুনসুর আলম প্রধানীয়া, শেখ ছিদ্দিকুর রহমান, সৈয়দ মেম্বার, এরশাদ হাওলাদার, সোলাইমান পাটোয়ারী, ছিদ্দিকুর রহমান খান, আঃ রশিদ মেম্বার, শহিদ মোল্লা, হাসেম হাওলাদার, ইলিয়াস খান, শাহাজাহান মোল্লা, হাসেম পাটোয়ারী, শাহ আলম পাটওয়ারী, মোজ্জামেল হোসেন রাজু প্রমুখ। সমস্ত প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।