রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০

পুরাণবাজার পূর্ব শ্রীরামদী
স্টাফ রিপোর্টার ॥

পবিত্র ঈদুল ফিতরের দিন চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদীতে ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পূর্ব শ্রীরামদী হাজী শরীয়ত উল্ল্যাহ রেলী জামে মসজিদের ইমাম মাওলানা মুসা বিন ওমরের পরিচালনায় পূর্ব শ্রীরামদীসহ আশেপাশের কয়েকশ’ মুসল্লি পবিত্র সিয়াম সাধনা শেষে উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত আদায় করেন। তারা নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় ও ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে কোলাকুলি করে হৃদয়ের উষ্ণ ভালোবাসা প্রকাশ করেন। মুসল্লিদের ঈদের জামাত আদায়ের সুবিধার্থে প্রতিবছরের ন্যায় এই বছরও চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে বিশাল সামিয়ানা নির্মাণসহ ঈদুল ফিতরকে স্বাগত জানিয়ে সুদৃশ্য তোরণ নির্মাণ করা হয়, যা পথচারী থেকে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়। এই ঈদ-জামাতে অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর মামুনুর রহমান দোলন মাঝি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, পৌর আওয়ামী লীগ নেতা মন্জুর হোসেন মন্জু মাঝি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সাবেক পৌর কাউন্সিলর মাহফুজ বেপারী, খেরুদিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মেজবাহউদ্দিন, পূর্ব শ্রীরামদী হাজী শরীয়ত উল্লাহ রেলী জামে মসজিদ কমিটির মকবুল হোসেন বেপারী, রেজাউল করিম বিপ্লব, আরশ্বাদ ঢালী, হাসিবুল হাসান মুন্না, বদিউল আলম, আবু তৈয়ব শরীফ, আরিফ হোসেন ঢালী, মোঃ নজরুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, আবুল খায়ের মনু, হুমায়ুন কবির বেপারী, আলহাজ্ব হুমায়ুন আহমেদ, নূর ইসলাম গাজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়