প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![মতলব মাদ্রাসার উপাধ্যক্ষের বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী](/assets/news_photos/2023/04/27/image-32288.jpg)
মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাঃ মুয়াজ্জম হুসাইনের বিদায় সংবর্ধনা, দাখিল ও আলিম পরীক্ষা-২০২২-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং প্রাক্তন ছাত্রদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২৩ এপ্রিল রোববার দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোঃ ইব্রাহিম খলিলের সভাপ্রধানে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাকছুদ আহমাদ মালেক প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুহাঃ মুয়াজ্জম হুসাইন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ লোকমান হাবীব, বিদায় অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান ইলিয়াছ, ঈদ পুনর্মিলনী উপ-কমিটির আহ্বায়ক দেওয়ান মোঃ কবির হোসেন, সংগঠনের নির্বাহী সদস্য (সাবেক এজিএস) মোঃ জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী উপাধ্যক্ষ মুহাঃ মুয়াজ্জম হুসাইনের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৮৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কর্মময় জীবন কাটান। কর্মময় জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেন। এছাড়াও অনুষ্ঠানে বিদায়ী উপাধ্যক্ষের কর্মময় জীবনের বিভিন্ন গুণাবলির কথা আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব দারুল উলুম মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।