প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![মতলব দক্ষিণে তালুকদার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ](/assets/news_photos/2023/04/27/image-32286.jpg)
মতলব দক্ষিণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ২৯ রমজান (২১ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার গড়েভাঙ্গা ঈদগাহে ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার তিন শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা।
ফাউন্ডেশনের উপদেষ্টা মোজাফফর হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য ইত্তেকার আহম্মেদ ইফতির উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ কাউছার প্রধান, সাবেক ইউপি সদস্য মহসিন প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলাইমান সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক জাহাঙ্গীর সরকার, যুবলীগ নেতা সারওয়ার বকাউল, সুজন ঢালী, ফাউন্ডেশনের সদস্য জিলানী তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।