প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![পত্রিকা সমাজ সংস্কারকের ভূমিকা রাখে](/assets/news_photos/2023/04/27/image-32284.jpg)
মাসিক ফরিদগঞ্জ বার্তার ২৫ বছরপূর্তি উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকার পাঠক ফোরামের সভাপতি মশিউর রহমান মিটুর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক কামরুল হাাসান সউদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, পত্রিকা সমাজের দর্পণ। পত্রিকা সমাজ সংস্কারকের ভূমিকা রাখে। তাই আমাদের দায়িত্ব এই শিল্পকে বাঁচিয়ে রাখা।
তিনি বলেন, মাসিক ফরিদগঞ্জ বার্তা হাঁটি হাঁটি পা পা করে ২৫ বছর পার করেছে। পত্রিকাটির কল্যাণে আমরা যেমন অনেক সংবাদ পেয়ে থাকি, তেমনি পত্রিকার পাঠক ফোরামের অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনেক গুণীজনের সাথে পরিচয়ের সুযোগ সৃষ্টি হয়।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিনা আলম কনস্ট্রাকশন গ্রুপের চেয়ারম্যান শামছুল আলম সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহজাহান কবির, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, অধ্যাপক গিয়াসউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নূরুন্নবী নোমান।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক বিল্লাল হোসেন সাগর। আলোচনা শেষে সংবর্ধনা প্রদান করা হয়।