প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
পবিত্র ঈদুল ফিতরে চাঁদপুর জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় চাঁদপুর বড় স্টেশনস্থ জাকের পার্টির জলশা ঘরের মসজিদে আয়োজিত জামাতে ইমামতি করেন হাফেজ তানভীর আহমেদ।
জেলা জাকের পাটির সভাপতি কাজী মাহবুবুর রহমান ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে বক্তব্য রাখেন এবং মোনাজাত পরিচালনা করেন। জামাত শেষে তিনি আরো বলেন, বাংলাদেশকে যেন শত্রুর হাত থেকে রক্ষা করা হয়, মহান আল্লাহতা’লা যেন আমাদের সকলের ওপর রহমত বর্ষণ করেন।
জামাতে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদান, আশেকান ও ভক্তরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে সংগঠনের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়।