প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেলো প্রজ্জ্বলনের ঈদ পোশাক ও সালামি](/assets/news_photos/2023/04/27/image-32280.jpeg)
ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক ও ঈদ সালামি বিতরণ করেছে। ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীর মাঝে এ ঈদ পোশাক বিতরণ ও সালামি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)-এর চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাংবাদিক নাসির পাঠান, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, কামরুজ্জামান সবুজ, কাউসার আহমেদ প্রমুখ। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান বাচ্চাদের আনন্দ দ্বিগুণ করতে ঈদ সালামি প্রদান করেন।
উপস্থিত ছিলেন প্রজ্জ্বলনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সদস্য সালমান রাফি, সাইমুন, রণি প্রমুখ।