রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০

অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পেলো প্রজ্জ্বলনের ঈদ পোশাক ও সালামি
শামীম হাসান ॥

ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন শিক্ষার্থীদের মাঝে ঈদ পোশাক ও ঈদ সালামি বিতরণ করেছে। ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রজ্জ্বলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীমের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীর মাঝে এ ঈদ পোশাক বিতরণ ও সালামি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)-এর চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাংবাদিক নাসির পাঠান, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, কামরুজ্জামান সবুজ, কাউসার আহমেদ প্রমুখ। এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান বাচ্চাদের আনন্দ দ্বিগুণ করতে ঈদ সালামি প্রদান করেন।

উপস্থিত ছিলেন প্রজ্জ্বলনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সদস্য সালমান রাফি, সাইমুন, রণি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়