প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের পূর্ব শাহতলী যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল (রোববার) বিকেল ৫টায় শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, মাদক ও ইভটিজিংয়ের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজে একজন মাদক ব্যবসায়ী থাকলে সমাজ ও পরিবার ধ্বংস হয়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহতলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন তপাদার ভুট্টো। পূর্ব শাহতলী যুব সমাজের প্রচার সম্পাদক মোঃ রিয়াজ রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কলাবাগান থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইমরান হক, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের নারী মেম্বার ফিরোজা বেগম, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও পূর্ব ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পূর্ব ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক গৌতম চন্দ্র শীল, লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মোঃ সুমন মিজি ও মোঃ বিল্লাল গাজী। খেলায় সিনিয়র দল ৩ গোলে জুনিয়র দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। চ্যাম্পিয়ন সিনিয়র দলের ক্যাপ্টেন মোঃ মামুন গাজী ও রানার্সআপ জুনিয়র দলের ক্যাপ্টেন মোঃ রাব্বি গাজীর হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। খেলার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ শুভ। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।