রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ০০:০০

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল ৮টায় চাঁদপুর শহরের পৌর ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল হাসান ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল এখানে ঈদের নামাজ পড়েছেন। ইমামতি করেন বাহাদুরপুরের হাজী শরীয়ত উল্লাহর বংশধর মাওলানা আব্দুল্লাহ মোঃ হাসান। আলোচনাপর্ব সঞ্চালনা করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার। এই ঈদ জামাত সুসম্পন্নকরণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হালদার।

সকাল সাড়ে ৮টায় পুরাণবাজার মধুসূদন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় প্রধান জামাত। ঈদের এই জামাতে ইমামতি করেন পুরাণবাজার বড় মসজিদের খতিব ও ইমাম মুফতি মাওলানা ইব্রাহিম খলিল মাদানী। এছাড়া শহরের বিভিন্ন স্থানে এবং উপজেলা সদর ও অন্য পৌর এলাকায় যথাসময়ে এন্তেজামিয়া কমিটির আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ তাঁর নিজ বাড়ি এলাকার ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ঈদ জামাতে শরিক হন। সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল চাঁদপুর কলেজ মাঠের ঈদ জামাতে শরিক হন। আউটার স্টেডিয়ামেও ঈদের বড় জামাত হয়েছে। প্রতিটি ঈদের জামাতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্টজন, আলেমণ্ডওলামাসহ সকল পেশাজীবী ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এদিকে ছোট ছোট ছেলে-মেয়েরা নতুন পোশাকে ঈদ উদযাপনে রাস্তায় বের হয়। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকায় ঈদুল ফিতর উদযাপনে কোনো সমস্যা বা বিড়ম্বনায় পড়তে হয়নি সববয়সী মানুষদের।

পৌর ঈদগাহে জেলা প্রশাসকের ঈদের নামাজ আদায়

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান পবিত্র ঈদুল ফিতরের নামাজ পৌর ঈদগাহে আদায় করেন। এ সময় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপস্থিত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রদান করেন। তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সাম্য ও সম্প্রীতির সুমহান বার্তা। আমরা যেনো কাউকে কষ্ট না দেই, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করি, এটাই হোক এবারের ঈদে আমাদের প্রত্যাশা। আরো প্রত্যাশা, আমরা প্রত্যেকে নিজেদের পরিবারের সন্তানদের সুশিক্ষিত করে ২০৪১ সালের সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করি। নামাজ শেষে তিনি সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এই ঈদ জামাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়