রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০

চান্দ্রায় রমজানে কোরআন ও নামাজ শিক্ষায় অংশ নেয়া মুসল্লিদের ঈদ উপহার
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জের চান্দ্রায় পবিত্র মাহে রমজানে মাসব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী মুসল্লিদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এই শিক্ষা কার্যক্রমের আয়োজক আস্থার আশ্বাস ফাউন্ডশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

গতকাল বৃহস্পতিবার ২০ এপ্রিল উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্যোক্তা সদস্য বাহার উদ্দিন বাহারের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন বকাউল, বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্য মিজান কাজী, জাহাঙ্গীর হোসেন, সেলিম খান, সাগর হোসেন, মানছুর হোসেন, উদ্যোক্তা সদস্য মেহেদী, সোহেল আহমেদ নীরব, আজিম পাটওয়ারী ও আব্দুল হান্নান। বক্তারা বলেন, আস্থার আশ্বাস ফাউন্ডেশনে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু উপলক্ষে কোরআন ও নামাজ শিক্ষার যে আয়োজন করেছে তা অবশ্যই একটি উত্তম কাজ। ইতোমধ্যেই তারা ঘোষণা দিয়েছে তাদের এই কার্যক্রম পুরো ইউনিয়নে ছড়িয়ে দিবে।

আলোচনা শেষে ইউনিয়নের তিনটি মসজিদ যথাক্রমে সকদি রামপুর কবিরাজ বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, দক্ষিণ মদনেরগাঁও জনতাবাজার আল মদিনা জামে মসজিদ ও মদনেরগাঁও মিন্নিতিয়া জামে মসজিদে মাসব্যাপী কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী অর্ধশত মুসুল্লির মাঝে ঈদ উপহার তুলে দেন অতিথিবৃন্দ। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়