রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০

৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
মিজানুর রহমান ॥

ঈদের পর চলতি বছরের (২০২৩) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। চলবে ২৩ মে পর্যন্ত। গত বছরের মতো পুনর্বিন্যাস করা সিলেবাসেই নেওয়া হবে এ পরীক্ষা। সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন ৩০ এপ্রিল বাংলা (আবশ্যিক) প্রথমপত্র অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার তথ্য মতে, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন চাঁদপুরের ৮ উপজেলায় ৭৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৫শ’ ২৩ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৯ জন ও কেন্দ্র ৪৫টি; দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭শ’ ৩৪ জন এবং কেন্দ্র ১৯টি। আর এসএসসি ভোকেশনাল ১০ টি কেন্দ্রে পরীক্ষা দেবে ১ হাজার ৭শ’ ৭১ জন পরীক্ষার্থী। সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় আগামী ৩০ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে।

সভার কয়েকটি সিদ্ধান্তের মধ্যে রয়েছে : কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, বিষয়ভিত্তিক শিক্ষকের সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা, স্কুল পরিচালনা কমিটির কেউ পরীক্ষা হলে থাকতে পারবে না ইত্যাদি।

স্ব স্ব কেন্দ্র সচিবের উদ্যোগে মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষক, পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা অধিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নিদের্শিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা হয়েছে।

পরীক্ষার প্রস্তুতি সভায় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, পরীক্ষা কেন্দ্রে অযাচিত লোকের প্রবেশ নিষিদ্ধ। স্কুল সভাপতির এ সময় কোনো কাজ নেই। তাই কেন্দ্রে যাওয়ার প্রয়োজনও নেই। পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে গাফলতি দেখা গেলে ব্যবস্থা নেয়া হবে। শিক্ষকদেরকে মর্যাদা রক্ষায় অটুট থাকতে হবে। পবিত্র দায়িত্ব সাহসের সাথে পালন করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়