রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০

মতলব দক্ষিণে এতিমদের নিয়ে মোশারফ হোসেনের ইফতার ও ঈদ উপহার বিতরণ
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

কারো নেই মা, কারো নেই বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। বিভিন্ন এতিমখানার এমন শতাধিক এতিম শিশুকে নিয়ে ইফতারের ব্যতিক্রমী আয়োজন করেছেন মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের সমাজসেবক প্রবাসী মোঃ মোশাররফ হোসেন বকাউল। তার উদ্যোগে উত্তর বাড়ৈগাঁও আশর্^াদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নারায়ণপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৬২ জন শিক্ষার্থীকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি-পায়জামা বিতরণ করা হয়। এছাড়া খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নারায়ণপুর বাজার এলাকায় মোশাররফ হোসেনের নিজ বাসভবনে বিভিন্ন এতিমখানার এতিমদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণের এ আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে আলোচনায় প্রবাস থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মোশাররফ হোসেন বকাউল। আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মোমিন মিয়াজী প্রমুখ।

মোশাররফ হোসেনের পক্ষে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন রূপালী বেগম ও ইঞ্জিঃ মোজাম্মেল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়