প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০
![দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবতার হাত ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ](/assets/news_photos/2023/04/21/image-32203.jpg)
‘মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য’ এই স্লোগানকে ধারণ করে মানবতার হাত ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসেন খানের সার্বিক সহযোগিতায় লক্ষ্মীপুর ইউনিয়নের চৌরাস্তা খান বাড়ি এলাকার প্রায় আড়াইশ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসেন খান বলেন, আসুন আমরা সবাই মিলে মিশে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আশি করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। ভবিষ্যতে ফাউন্ডেশনের মাধ্যমে পুরো চাঁদপুর জেলায় এর কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী সদস্য হাজী ইউছুফ খান, মোঃ খলিলুর রহমান খান, হাজী আঃ সাত্তার, হাজী মোঃ মাসুদ কাজী, মোঃ সবুজ খান, মোঃ নাছির খান, মোঃ হামজু খান, মোঃ কাশেম খান, হাজী মোঃ রহমত উল্যাহ, হাজী মোহাম্মদ খান কাদির, তরুণ সমাজসেবক ও উদ্যোক্তা জিহাদুল ইসলাম, সাব্বির আহমেদ মারুফ, শাহাজালাল রাজু, মোঃ মানিক খান, মোঃ নজরুল ইসলাম, ফাহিম খান, জাহাঙ্গীর খান, রুবেল কবিরাজ, মোঃ পারবেজ হোসাইন, সবুজ পাটওয়ারী, রাজু বরকন্দাজ, সুমন বেপারী, সোহাগ হোসাইন প্রমুখ।