প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ০০:০০
![কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে পুলিশ সুপারের পাঞ্জাবি বিতরণ](/assets/news_photos/2023/04/21/image-32201.jpg)
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম, বার পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে এক কালার পাঞ্জাবি বিতরণ করেছেন। গতকাল ২০ বৃহস্পতিবার বেলা ৩ টায় সদর মডেল থানায় টহল সদস্যদের মাঝে তিনি প্রধান অতিথি হিসেবে এ ঈদ উপহার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর কমিটির সহ-সভাপতি সফিউদ্দীন আহমেদ, অঞ্চল-৭-এর সাধারণ সম্পাদক সেলিম রেজা ও অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, ব্যবসায়ী নেপাল সাহা ও হাজী কাউছ মিয়ার প্রতিনিধি দেলোয়ার হোসেন দর্জি।
পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল বলেন, চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন অঞ্চলের ১০০ জন টহল সদস্যের মাঝে পুলিশ সুপার মহোদয় এক কালার পাঞ্জাবি বিতরণ করেন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী দেশের শীর্ষ করদাতা আলহাজ্ব কাউছ মিয়ার পক্ষ থেকে চাল বিতরণ করা হয়।