রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

ইউপি চেয়ারম্যান স্বপনের অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন ঈদ উপহার
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে তার পক্ষে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদস্য খোদেজা আক্তার, ইউপি সদস্য মোঃ মামুনুর রহমান ও মোঃ মাসুদ বকাউল।

জানা গেছে, এদিন কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের ব্যক্তিগত অর্থায়নে কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জলিল মুন্সী বাড়ির আগুনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি মসুরির ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি ও ২ প্যাকেট লাচ্ছা সেমাই বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মার্চ (সোমবার) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জলিল মুন্সী বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাড়ির ১১টি বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, তৈজসপত্র, ধান, চাল, আলু, সরিষা, ভুট্টাসহ অন্যান্য খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন : তাজুল ইসলাম মুন্সীর ছেলে মোফাজ্জেল হোসেন, আব্দুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন ও শুকুর আলম, মৃত আব্দুর রশিদ মুন্সীর ছেলে ফজলুল হক, ফজলুল হকের ছেলে খোরশেদ আলম ও মোঃ জুলহাস, মৃত আব্দুর রব মুন্সীর ছেলে ওমর ফারুক ও সুফিয়ান হোসেন এবং মৃত বজলুল হকের ছেলে রবিউল আলম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়