প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
![ইয়ুথ ফোরাম বাংলাদেশের ঈদ সামগ্রী বিতরণ](/assets/news_photos/2023/04/20/image-32150.jpg)
১৯ এপ্রিল ইয়ুথ ফোরাম বাংলাদেশ কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের কো-অর্ডিনেটর অ্যাডঃ আলেয়া বেগম লাকীর সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন। অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি সূচনা বক্তব্য রাখেন ইয়ুথ ফোরাম বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ডাঃ হালিমা কবির তন্বি।
অনুষ্ঠানে বাংলাদেশের চাঁদপুর কার্যালয় হতে ২টি রিকশা, ৪টি সেলাই মেশিন, ১৫টি পাঞ্জাবি, ১৫টি শার্ট, ১৫টি শাড়ি, ১৫টি ফ্রক, ১০টি কামিজ, ৭টি থ্রি পিচ এবং ২০টি পরিবারের মধ্যে ঈদ বাজার ও ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ছায়া সংসদের চাঁদপুর-১ আসনের সাংসদ মোঃ শাহজালাল মিয়াজী আবেদ, ২ আসনের যুব সাংসদ মোঃ নাজমুস শাহরিয়ার গালিব ও ৩ আসনের যুব সাংসদ রাইসা রহমান চাঁদমনি।
উল্লেখ্য, বিগত ৭ বছর যাবত সংস্থাটি দেশের হতদরিদ্র, এতিম, দুঃস্থ, শিশু-কিশোর, বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও বেকারদের মাঝে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।