প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
![দুঃস্থদের মাঝে পুনাকের ঈদসামগ্রী বিতরণ](/assets/news_photos/2023/04/20/image-32147.jpg)
চাঁদপুর পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি কর্তৃক শতাধিক দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১টায় চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী। তিনি জানান, বাংলাদেশ পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত চৌধুরীর সৌজন্যে দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পুনাক একটি অলাভজনক প্রতিষ্ঠান। পুনাক সভানেত্রীর অনুপ্রেরণায় আমরা সবসময় অসহায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। পুনাক, চাঁদপুর ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। চলুন, আমরা সবাই সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে ঈদের আনন্দ আমাদের আশপাশের অসহায় মানুষের সাথে ভাগাভাগি করে নিই।
এ সময় পুনাক চাঁদপুর-এর সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা, কোষাধ্যক্ষ তন্দ্রা দাশ, দপ্তর সম্পাদিকা ঈশানা আরাফাত উপস্থিত ছিলেন।