প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
![মানুষের পাশে দাঁড়ানোটা নিজের কাছে অনেক সম্মানের](/assets/news_photos/2023/04/20/image-32146.jpg)
মধ্যপ্রাচ্যের দেশ কাতারস্থ গোল্ডেন মার্বেলের স্বত্বাধিকারী, কাতার আওয়ামী লীগের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সভায় প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপ্রধানে জালাল আহমেদ বলেন, আমরা যারা প্রবাসে ব্যবসা করি, তারা দেশের জন্যে রেমিট্যান্স নিয়ে আসি। আমি দীর্ঘদিন কাতারে ব্যবসা করার সুযোগে ফরিদগঞ্জসহ সারা দেশের কয়েক হাজার মানুষকে কাতারে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। সাথে সাথে দেশেও শিল্পপ্রতিষ্ঠান করে সেখানে বহু বেকারকে চাকুরির সুযোগ করে দিয়েছি। এছাড়া ঈদসহ প্রতিটি উৎসবে মানুষের পাশে সাধ্যমতো সহয়তা করছি। আমরা মানুষের সেবা করার জন্যে উন্মুখ। মানুষের পাশে দাঁড়ানোটা নিজের কাছে অনেক সম্মানের। আশা করছি, সরকারের সাথে সাথে গণমাধ্যমও আমাদের সাথে থাকবে, যাতে আমরা এদেশকে সত্যিকারে জাতির পিতার সোনার বাংলা করতে পারি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জালাল আহমেদের ছোট ভাই আওয়ামী লীগ নেতা মোঃ সাহাবুদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সিনিয়র সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি আমান উল্যা আমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, এসএম ইকবাল হোসেন প্রমুখ।