প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
![আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে](/assets/news_photos/2023/04/20/image-32145.jpg)
ফরিদগঞ্জে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে স্বল্প মূল্যে টিসিবির কার্ডের মাধ্যমে পণ্য বিক্রির উদ্বোধনকালে পৌর মেয়র যুদ্ধাহত বীর মুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, অর্থনৈতিক টানাপোড়েন সত্ত্বেও বর্তমান সরকার ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। ফলে দেশের প্রায় ১ কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও ডাল পাচ্ছেন। এছাড়া ঈদের পূর্বে ভিজিএফের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন। এসব কিছুই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অবদান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই জনগণকে এই সুবিধা দিতে পারছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে।
বুধবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া, ভাটিরগাঁও, মিরপুর এলাকায় টিসিবির পণ্য বিক্রি উদ্বোধনকালে তিনি একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ক্যাশিয়ার গিয়াসউদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজিব মুজমদার।