প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০
![জিলানী চিশতী উবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান](/assets/news_photos/2023/04/20/image-32143.jpeg)
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ এপ্রিল (বুধবার) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিনের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমারাই আগামী দিনের কাণ্ডারী। তোমাদের সুশৃঙ্খলভাবে চলাচল করতে হবে। আশা করি, তোমরা আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, অভিভাবক ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল কারী প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাহাদাৎ হোসেনসহ অন্য শিক্ষকবৃন্দ এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ শহীদুল ইসলাম।