বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

বাগাদী
সোহাঈদ খান জিয়া ॥

শনিবার ৭ আগস্ট চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে মহামারী করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। ইউপি সচিব মহিবুল আহসানের পরিচালনায় এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

টিকা কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, চাঁদপুর সদর উপজেলার অ্যাসিল্যান্ড মোহাম্মদ হেলাল চৌধুরী, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী বেপারী ও চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজোয়ান।

টিকাদান কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন ও ফিল্ড অফিসার হযরত আলী। এছাড়া মডেল থানা পুলিশ ও করোনা ভাইরাস তদারকি কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সহযোগিতা করে।

এদিন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে প্রথম ধাপে ওয়ার্ড প্রতি ২শ’ জন করে ৬শ’ জনকে এ টিকা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়