রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ০০:০০

সরকার মানুষের দুর্দশা লাঘবে কাজ করছে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদগঞ্জ পৌর এলাকায় ভিজিএফ-এর চাল বিতরণ সম্পন্ন হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে পৌরসভায় দ্বিতীয় দিনের মতো চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।

আবুল খায়ের পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার খেটে খাওয়া মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হয়েছে। এবার প্রতিটি ঘরে ঘরে ভিজিএফ-এর কার্ড পৌঁছে দেয়া হয়েছে। যাতে সরকারের এই সুবিধা সর্বোচ্চ সংখ্যক লোক পায়। একইভাবে টিসিবি কার্ডও ঘরে ঘরে দেয়া হচ্ছে। সরকার উন্নয়নের সাথে সাথে বিভিন্ন সহায়তার মাধ্যমে মানুষের দুর্দশা লাঘবে কাজ করছে। আশা করছি আগামী সংসদ নির্বাচনে সাধারণ মানুষ শেখ হাসিনার সরকারকে আবারো নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। যাতে অবকাঠামোগত উন্নয়ন ও মানুষের সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ঘটে।

পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভায় মোট ৪৬২১টি কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। সোমবার দিন ২ হাজার লোকের এবং মঙ্গলবার বাকি ২৬২১ জনকে এই চাল দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়