প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে বৈশি^ক মহামারী করোনা প্রতিষেধক টিকা ভ্যাকসিন প্রদান কার্যক্রম ৭ আগস্ট সকাল ৯টায় শুরু হতে দেখা যায়। প্রশিক্ষণপ্রাপ্ত পৌর স্বাস্থ্যকর্মীরা কেন্দ্রে আসা মানুষদেরকে টিকা প্রদান করেন। চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে থাকায় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝিকে পৌর এলাকার বিভিন্ন কেন্দ্রে গিয়ে তা তদারকি করতে দেখা যায়। টিকাগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্যানেল মেয়র সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সরকার করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার লক্ষ্যে গত ৪ ফেব্রুয়ারি বিনামূল্যে দেশব্যাপী করোনা প্রতিষেধক ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করে। তখন কেউ কেউ টিকা গ্রহণ করলেও কেউ কেউ এই টিকা গ্রহণে বিরূপ মন্তব্য করেন। কিন্তু বর্তমান সময় করোনার প্রাদুর্ভাব ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় টিকা নিতে দলমত নির্বিশেষে সকল মানুষের আগ্রহ বেড়েছে। তাই সরকার ব্যাপক পরিসরে বিনামূল্যে টিকা প্রদানের লক্ষ্যে পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করেছেন। আমাদের মেয়র মহোদয়ের আন্তরিকতায় ও সিভিল সার্জনের সহযোগিতায় আমরা আজ অন্যান্য স্থানের ন্যায় চাঁদপুর পৌরসভায়ও এই কার্যক্রম শুরু করতে পেরেছি। সকলেই যদি এই ভ্যাকসিন গ্রহণ করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে আমরা নিশ্চয়ই মহামারি করোনা থেকে মুক্তি পাব। তিনি পৌর এলাকার বিভিন্ন টিকা কেন্দ্রে ভ্যাকসিন প্রদান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়াসহ পৌর কাউন্সিলর ও পৌর স্বাস্থ্যকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।
করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৪ ফেব্রুয়ারি থেকে চাঁদপুর আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে বিনামূল্যে এই টিকা প্রদান কার্যক্রম চলে আসছে। তা এখনো বলবৎ রয়েছে। যারা টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন তারাই শুধু নির্ধারিত তারিখ অনুযায়ী এই ভ্যাকসিন গ্রহণ করতে পারেন জেনারেল হাসপাতালে। সরকার অতি দ্রুততম সময়ের মধ্যে অধিক সংখ্যক মানুষকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে ৭ আগস্ট গণটিকা দেয়ার তারিখ নির্ধারণ করেন। আগামী ১৪ আগস্ট আবার দেয়া হবে এই গণটিকা। এই গণটিকা কেন্দ্রে ১৮ বছর থেকে শুরু করে সকল মাানুষ কোনোরকম রেজিস্ট্রেশন ছাড়াই আইডিকার্ড বা জন্মনিবন্ধন কাগজ দেখিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। ৭ আগস্ট শনিবার দেশব্যাপী পৌর ও ইউনিয়ন পর্যায়ে যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে সেখানে শুধু ২৫ বছর থেকে শুরু করে তদূর্ধ্ব নারী পুরুষ এই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। চাঁদপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ হানিফ গাজী জানান, ৭ আগস্ট পৌর এলাকার ১২টি কেন্দ্রে ২৪শ’ মানুষের মাঝে (প্রতি কেন্দ্রে ২শ’) ভ্যাকসিন প্রদান করা হয়েছে। সকাল ৯ টায় শুরু হওয়া ভ্যাকসিন প্রদান কার্যক্রম বিকেল ৩ পর্যন্ত অব্যাহত থাকে।