রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০

জাটকা ধরায় ২৯ জেলের জেল-জরিমানা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর ও মতলব উত্তরে অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার কারণে ২৯ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। চাঁদপুরে আটক ১২ জেলের মধ্যে ১০ জেলেকে ১ মাস করে কারাদণ্ড এবং দুই জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। রোববার ১৬ এপ্রিল দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এর আগে শনিবার ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনায় অভিযান পরিচালনা করে এসব জেলেদের আটক করে টাস্কফোর্স। অভিযান শেষে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন : জাহাঙ্গীর বেপারী (৩০), মোঃ আলমগীর (২৫), মাইনুদ্দীন (৩৬), মনসুর (২৯), আবুল সরদার (৫০), আক্কাছ আলী প্রধানীয়া (৩৫), সুমন পাটওয়ারী (২৩), আবুল হোসেন (২৩), মোঃ সালমান (৩০) ও জাহাঙ্গীর (৪৫)।

সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, অভিযানের সময় ৪০ হাজার মিটার কারেন্টজাল ও তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। রাতেই জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড স্টেশন এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

চাঁদপুর কণ্ঠের মতলব উত্তরের ব্যুরো ইনচার্জ মাহবুব আলম লাভলু জানান, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। রোববার ১৬ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান। মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও নৌ পুলিশ অভিযান পরিচালনায় অংশ নেন।

জানা যায়, মতলব উত্তর উপজেলায় জাটকা সংরক্ষণে রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে মাছ ধরার সময় ১৯ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এ, দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ১৮৬, ১৮৮ মতে ১৭ জনকে ১ বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং ২ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আজ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা পদ্মা নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ২ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়