প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০
গত ১২ এপ্রিল বাবুরহাট বাজারে জাহাঙ্গীর প্লাজার নিচ থেকে ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়েছে। জাহাঙ্গীর প্লাজার ব্যবসায়ী কাজী রশিদ এন্ড সন্স-এর স্বত্বাধিকারী শেরে আলম তার ব্যবহৃত মোটরসাইকেলটি ইফতারের পূর্বে সিঁড়ির নিচে রেখে ইফতার করার জন্যে তার দোকানে যান। ইফতার সেরে নিচে নেমে দেখেন তার মোটরসাইকেলটি নেই। চোরের দল সুযোগ বুঝে মোটসাইকেলের লক ভেঙ্গে নিয়ে যায়। পরে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় নি। যার রেজিঃ নং (চাঁদপুর-হ-১১-৭৭৬৫) ডিসকভার (লাল-কালো)। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৮৫১, তাং ১৪/০৪/২০২৩ খ্রিঃ। -শেরে আলম, মোবাইল নং : ০১৯২৮-০৩০৬১৭।