রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ এপ্রিল রোববার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বলেন, নারী শিক্ষার উন্নয়নে অত্র এলাকায় প্রতিষ্ঠানটি ব্যাপক ভূমিকা রাখছে। পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। এর ধারাবাহিকতা তোমাদের ধরে রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের নেতৃত্বে বিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, এ পরীক্ষায় ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে। তোমাদের এ সময়টা মোবাইল থেকে দূরে থাকতে হবে। তোমরা সবাই ভালো রেজাল্ট করবে। তোমরা ভালো রেজাল্ট করলে, আমাদের ভালো লাগে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম, শাহতলী আদর্শ একাডেমির সুপার মাওলানা গিয়াস উদ্দিন আযম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম কারী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, দীপঙ্কর দে, মোঃ মাওলানা আব্দুল মান্নান, মোঃ নেছার আহমেদ খান, খণ্ডকালীন সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান ও শারমিন আক্তার। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফিফা আক্তার, পরশ মনি ও অ্যানি আক্তার।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের অফিস সহকারী মাওলানা মামুন হোসাইন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়