প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![প্রধানমন্ত্রী কৃষি পরিবারকে স্বাবলম্বী করে তুলেছেন](/assets/news_photos/2023/04/17/image-32005.jpg)
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কৃষির ওপর বেশি জোর দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি পরিবারকে স্বাবলম্বী করে তুলেছেন। কৃষিতে বাংলাদেশ বিশ্বে মর্যাদাশীল অবস্থানে আছে।
শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের নিয়ে সিআইজি কংগ্রেস সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সকল নেতা-কর্মী সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জনগণকে সম্পৃক্ত করে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে ও এসএপিপিও মোঃ মজিবুর রহমানে সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন মিয়াজী, সিআইজি প্রতিনিধি সংবাদিক মোঃ মাহবুব আলম লাভলু, জহিরুল ইসলাম মুন্সি, নাসির উদ্দীন সরকার, আতাউর রহমান, সুলতান মাহমুদ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ কৃষাণ-কৃষাণী প্রমুখ।
সিআইজির সকল কৃষাণ-কৃষাণী সভায় উপস্থিত লোকজনের সামনে তাদের প্রশিক্ষণ এবং সিআইজি ফেজ-২ প্রজেক্টের আওতায় ধান, ভুট্টা, সরিষা, আম, লিচু, কলা, মসলা সহ বিভিন্ন ফসলে আধুনিক উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে ২০২২-২৩-এ যে সফলতা পেয়েছেন, সে কথা তুলে ধরেন।
মতলব উত্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ/প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় ১৫৫ জন কৃষাণ-কৃষাণীকে নিয়ে সিআইজি কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।