প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![নানা আয়োজনে পুরাণবাজার স্বদেশের বর্ষবরণ](/assets/news_photos/2023/04/17/image-32002.jpg)
‘প্রাণ দিয়ে পেয়েছি মোরা স্বদেশ, জান দিয়েও রাখবো’ এ স্লোগানে চাঁদপুর পুরাণবাজার স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩০। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেখানে কর্মকর্তা, শিল্পী, কলাকুশলী, শিক্ষার্থী ও অভিভাবকদের আগমনে প্রাণ পায় শুভ নববর্ষের অনুষ্ঠান।
পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে ‘এসো হে বৈশাখ’ গানের তালে তালে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে স্বদেশ সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সেরা কয়েকজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী মনোজ আচার্যী, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি চাঁদপুর চেম্বারের সিনিয়র পরিচালক মাইনুল ইসলাম কিশোর, সাধারণ সম্পাদক একে আজাদ, সহ-সভাপতি মাহাবুবুর রহমান মানিক, এমআর হারুন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস কুট্টি, চিত্রাঙ্কন বিভাগের শিক্ষক সুজন সরকার, লিটন ধর, জয় ঘোষ, সংগীত শিল্পী মধুরিমা আচার্যী, উপমা দাস, শাওন, শ্রাবণ দাস প্রমুখ।
সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয় স্বদেশের এ আয়োজন।