প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ রোটারী ক্লাবের ইফতার ও বর্ষবরণ](/assets/news_photos/2023/04/17/image-32001.jpg)
পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষে ফরিদগঞ্জ রোটারী ক্লাব (প্রস্তাবিত) ইফতার মাহফিল ও বর্ষবরণ করেছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ফরিদগঞ্জ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট কামরুল হাসান সাউদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আহসান হাবিব মামুন, সাইফুল ইসলাম রিপন, প্রবীর চক্রবর্তী, মানিক মামুন, এসএম কাউসার আলম কামরুল, পাভেল পাটোয়ারী, লিটন কুমার দাস, আমান উল্লাহ আমান, শাহেদ শিমুল, আবু রায়হান, রেজাউল করিম , আসিফ রহমান ছোটন, বাকি বিল্লাহ সোহাগ প্রমুখ। আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।