রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০

মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে থেকে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরবর্তীতে শিশু শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য ও তবলার মনোমুগ্ধকর লহড়া পরিবেশন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়ালী উল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়