প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০
শাহরাস্তির লাকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সূচীপাড়া-চাঁদপুরের স্কিম ম্যানেজার সিব্বির আহমেদ পাটোয়ারী (৬৬) সোমবার রাত ৮টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া-চাঁদপুর পাটোয়ারী বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ৩ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ আছর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন, সূচীপাড়া উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম পাটোয়ারী, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, সহকারী অধ্যাপক ইব্রাহীম হোসেন পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।