প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০
![ঈদের নামাজ হবে ফরিদগঞ্জ পৌর ঈদগাহে](/assets/news_photos/2023/04/17/image-31998.jpg)
পবিত্র ঈদ উল ফিতরের ঈদের নামাজ প্রতিবছরের ন্যায় এ বছরও ফরিদগঞ্জ পৌর ঈদগাহে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ঈদগাহ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পৌর মেয়র ও ঈদগাহ কমিটির সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক হোসেন গাজী, ফকরুল ইসলাম, দুলাল গাজী, বিল্লাল গাজী, আব্দুল লফিফ গাজী, এ আর উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম হাফেজ আঃ কাদের প্রমুখ। সভায় জানানো হয়, এ বছর ঈদ উল ফিতরের নামাজের সময় ঈদের পূর্বদিন মাইকিং করে জানিয়ে দেয়া হবে। দুই একদিনের মধ্যে ঈদগাহের প্যান্ডেল তৈরির কাজ শুরু হবে। একটি গ্রুপ গুজব ছড়িয়েছে যে, এ বছর পৌর ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তাই এই বৈঠকের মাধ্যমে ঈদের নামাজের বিষয়ে জানানো হলো।