রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০

আপনের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আপনের আয়োজনে সুবিধাবঞ্চিত অসহায় ও এতিম হাফেজদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল রোববার বিকেলে চাঁদপুর রসুইঘর পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক নিম্নমধ্যবিত্ত পরিবারকে সেমাই, চিনি, চাল, ডালসহ খাদ্য সহায়তা এবং এতিম হাফেজদের পাঞ্জাবীর কাপড় দেয়া হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ঈদ উপহার তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুনন্নাহার চৌধুরী, এনএসআই চাঁদপুর-এর উপ-পরিচালক শাহ মোঃ আরমান।

আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটাঃ রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, বিশিষ্ট কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী ও রোটাঃ মোঃ মাসুদ হাসান, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট মঞ্জুরুল কাদের সোহেল, আপনের সহ-সভাপতি রোটাঃ আশ্রাফুল আরিফ, নির্বাহী সদস্য রোটাঃ মাহমুদা খানম, রৌশন আক্তার, রোটাঃ আহসান হাবিব, কেএম মাসুদ, আব্দুল আজিজ শিশির ও মাইনুল ইসলাম মানিক।

উল্লেখ্য, মহামারি করোনাকালে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় সামাজকি ও মানবিক সংগঠন আপন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় নিম্নবিত্ত পরিবারকে রমজানে ইফতার সামগ্রী এবং ঈদে খাদ্য সামগ্রী উপহার দিয়ে আসছে। আপন এমন সব পরিবারকে খুঁজে খুঁজে বের করে খাদ্য সামগ্রীর উপহার দিয়ে থাকে, যারা লোকলজ্জায় কারো কাছে হাত পাততে পারে না। এ পর্যন্ত বিভিন্ন সময়ে প্রকাশ্যে-গোপনে কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আপন। এছাড়াও করোনায় অক্সিজেন সেবা, ফ্রি মেডিকেল সেবা, পরবর্তীতে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানাবিধ সমাজিক ও মানবিক কাজ করে আসছে। সংগঠনের সদস্যদের যাকাতের টাকায় ক’জন শিক্ষিত বেকার যুবককে স্বাবলম্বী করে দেয়া হয়েছে। এ বছর রমজানের শেষে দিকে ৩ জন বেকার যুবককে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়