প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০
গত ১৪ এপ্রিল শুক্রবার, পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দে চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে রোটারী ভবনে বর্ষ বরণ ও সাপ্তাহিক নিয়মিত সভা (৪২/২৫৪৬) অনুষ্ঠিত হয়। এতে নতুন বছরকে স্বাগত জানিয়ে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুরের শিল্পীবৃন্দ। নির্দেশনায় ছিলেন সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ।
অনুষ্ঠানে নববর্ষকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন রোটারিয়ান কাজী শাহাদাত, তমাল কুমার ঘোষ, অ্যাডভোকেট সাইয়েদুল ইসলাম, আইপিপি শাহেদুল হক মোর্শেদ, প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাডঃ শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন। রোটার্যাক্টরদের আসন্ন ডিস্ট্রিক্ট ইভেন্ট নিয়ে বক্তব্য রাখেন আরসিসি ও প্রেসিডেন্ট নমিনি অ্যাডঃ নজরুল ইসলাম এবং রোটার্যাক্টর আল-আমিন। শেষে রোটারিয়ান মাইনুল হক জীবনের সৌজন্যে ইফতার আপ্যায়নের মাধ্যমে সভা মুলতবি করা হয়। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন রোটারিয়ান রাশেদ শাহরিয়ার পলাশ। সভাপতির অনুপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান অ্যাডঃ পলাশ মজুমদার। তাকে সহযোগিতা করেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।