প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা জাকের পার্টির নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী শাহ আলম বেপারীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার চাঁদপুর বড়স্টেশনস্থ বিশ্ব জাকের পার্টির জলশাঘরে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাকের পার্টির স্বেচ্ছাসেবক ফ্রন্টের নেতা জাহিদুল হক। উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা জাকের পার্টির নেতা সেলিম মোল্লা, বাবুল স্বর্ণকারসহ অন্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের দীর্ঘায়ু ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।