প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ০০:০০
![রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা ও ইফতার](/assets/news_photos/2023/04/14/image-31901.jpg)
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে কার্যকরী কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী নুরুল আলম লালু। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মাছুদ আখন।
বক্তারা বলেন, চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির বয়স প্রায় ৪১ বছর। আপনারা সবাই একত্রিত থাকলে আমাদের সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে। চাঁদপুরে যতো ব্যবসায়ী সমিতি রয়েছে তার মধ্যে চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতি সর্ববৃহৎ সংগঠন। রেস্তোরাঁগুলোকে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স, ফায়ার লাইসেন্স, কৃষি পণ্য লাইসেন্স বাধ্যতামূলকভাবে করতে হবে। এ বিষয়ে এসব অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে। পরে সমিতির মৃত ও অসুস্থ সদস্যদের রুহের মাগফেরাত এবং সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আঃ রহিম খান, বিল্পব সরকার, সাবেক সহ-সভাপতি হেদায়েতুল হেদু, সহ-সভাপতি বিল্লাল হোসেন, খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক হাজী মোঃ মুজিবুর রহমান আখন্দ মাইনু, এমএ লতিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারী, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাছির হোসেন মিয়াজি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসেন, কার্যকরী সদস্য নুরুজ্জামান (কালু) ও নুরুল কোরবান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাছির মিয়াজি।