শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০

ঈদের ছুটি বাড়ছে এক দিন
অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি এক দিন বাড়ানো হচ্ছে। মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে বাড়তি এক দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, সুখবর হলো, ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ (মসৃণ) হয়। এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ২৪ মার্চ শুক্রবার রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করেছে সরকার।

সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল অর্থাৎ শুক্র, শনি ও রবিবার ঈদের ছুটি থাকবে। তার আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি আছে। মাঝে ২০ তারিখ কর্মদিবস। এদিন ছুটি ঘোষণা করায় এখন ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি আরও এক দিন বাড়বে। সূত্র : ঢাকা পোস্ট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়