মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০

পুরাণবাজার করুনা মিষ্টান্ন ভান্ডারের অজিত সাহার পরলোকগমন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজারের সাবেক প্রসিদ্ধ মিষ্টিজাত দ্রব্যের প্রতিষ্ঠান করুনা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী অজিত সাহা আর বেঁচে নেই। তিনি ২০ মার্চ সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পুরানবাজার হরিসভা রোডস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মত এক নজর দেখতে এসে অনেকেই এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এদিন রাতেই চাঁদপুর মহাশশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় মহাশ্মশানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন। প্রয়াত অজিত সাহা পুরানবাজার লোকনাথ মন্দির ও আশ্রম, পুরানবাজার শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

বিভিন্ন মহলের শোক

প্রয়াত অজিত সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, পূজা উদযাপন পরিষদ চাঁদপুর পৌর কমিটির সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, পুরাণবাজার লোকনাথ মন্দির ও আশ্রম, হরিসভা মন্দির কমপ্লেক্স, সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির, পুরানবাজার শ্রীশ্রী চন্দ্রেশ্বরী কালীমাতা মন্দির, পুরানবাজার শ্রীশ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দির, পুরাণবাজার শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়া, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীশ্রী কালী বাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দ। তারা এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনাপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়