প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান](/assets/news_photos/2023/03/22/image-30996.jpg)
ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া খাতুনের সভাতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম কবির, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ রসু মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোখলেছুর রহমান (ভারপ্রাপ্ত), ম্যানেজিং কমিটির সদস্য আজাদ হোসেন পাটওয়ারী, মশিউর রহমান, সাবেক সদস্য আমির হোসেন পাটওয়ারী, অভিভাবক হাজী মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক তাজুল ইসলাম, ফজলুল হক মিজি, রফিকুল ইসলাম রাসেল, এমরান হোসেন, শেখ ফরিদ আহমেদ, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগম, সাংবাদিক আবদুল কাদির ও শামিম হাসান। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ মিজানুর রহমান।