প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ০০:০০
![সাংবাদিক মাসুদ হোসেনের মাতৃবিয়োগ](/assets/news_photos/2023/03/21/image-30959.jpg)
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের কুমিল্লার চাঁদপুর প্রতিনিধি মাসুদ হোসেনের মাতা মাছুমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে.....রাজিউন)।
২০ মার্চ (সোমবার) বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ছেলে ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি সোমবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মোঃ মাসুদ হোসেন সহ পরিবারের লোকজন তার চিকিৎসার জন্য তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তির কিছুক্ষণ পরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ২১ মার্চ মঙ্গলবার সকাল ৮টায় চাঁদপুর সদর উপজেলার মধুরোড বাইতুল আমিন জামে মসজিদ ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।