প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুরে কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](/assets/news_photos/2023/03/20/image-30921.jpg)
‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগে প্রবাহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে লাল পতাকার মিছিল ও সুধী সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমীতে এই সুধী সমাবেশ করা হয়। এর আগে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে লাল পতাকা নিয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সুধী সমাবেশে কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিক নেতা অ্যাডঃ মন্টু ঘোষ। এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র দাস, জেলা কমিটির সদস্য সুধাংশু সাহা, জহির উদ্দিন বাবর, সুধীজন মোশারেফ হোসেন, জেলা উদীচীর সভাপতি কৃষ্ণা সাহাসহ অন্যরা। বক্তারা সবাইকে সুষ্ঠু সমাজ গঠনে প্রগতিশীল শক্তি কমিউনিস্ট পার্টির পতাকাতলে আসার আহ্বান জানিয়েছেন।