প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০
![মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প উন্নয়নে ৩৪৮ কোটি টাকা একনেকে অনুমোদন মতলবে আনন্দ মিছিল](/assets/news_photos/2023/03/15/image-30713.jpg)
দেশের দ্বিতীয় বৃহৎ সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উন্নয়নে ৩৪৭ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার টাকার সংস্কার প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার কালীপুর বাজার থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি কালিপুর বাজার ও আশপাশের এলাকার রাস্তা প্রদক্ষিণ করে কালীপুর পাম্প হাউজে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মেঘনা-ধনাগোদা পানি ব্যবস্থাপন ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মেঘনা ধনাগোদা পানি ব্যবস্থাপন ফেডারেশনের সহ সভাপতি সামসুদ্দিন খান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান চৌধুরী ভুলুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খসরু ঢালী, উপজেলা যুবলীগ নেতা শওকত আলী চৌধুরী মিলন, হান্নান সরকার, কালিপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান ঢালী, নাসির মেম্বার, ষাটনল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আঃ মিয়াজী, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার মাইন উদ্দিন চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিছিল শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।