প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর লঞ্চঘাট নিশি বিল্ডিং এলাকায় ৯৭ বোতল ফেনসিডিলসহ শাহিন ভূঁইয়া (২০) নামে কুমিল্লার এক যুবক গ্রেফতার হয়েছে। ১৩ মার্চ সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চাঁদপুর অভিযানে সে আটক হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন জানান, এদিন বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ শাহিন ভূঁইয়া (পিতা মোঃ আলমগীর ভূঁইয়া, সাং-কয়রাপুর, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা)কে ৯৭ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, কুমিল্লা থেকে কাপড়ের ব্যাগে ফেনসিডিলগুলো বহন করে আনা হয়।