প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০
![পুরাণবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড](/assets/news_photos/2023/03/14/image-30671.jpg)
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করায় চাঁদপুর শহরের পুরাণবাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ মার্চ) এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে বেলা ১টা ২৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উক্ত আইনের ৪ ধারা লংঘনের দায়ে পূবালী কোল্ড স্টোরেজ এবং আজমিরি রাইস মিলস্কে ২টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন পুলিশ সদস্যবৃন্দ।