রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর ক্লাব মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, অন্যান্য সংগঠনের চেয়ে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে অনেক সক্রিয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে। মাদকমুক্ত সমাজ গড়তে স্বেচ্ছাসেবক লীগ কাজ করছে। যে কোনো ভালো কাজে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আপনাদের পাশে আছে ও থাকবে। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিক উল্লাহ পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম পাটওয়ারীসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সকল উপজেলা নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমান হোসেন গাজী। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কচুয়া উপজেলা বনাম শাহরাস্তি উপজেলা। খেলায় ৮ উপজেলার ৮টি দল অংশগ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়