প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০
সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননা এবং দেশের ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মানববন্ধন করেছে। ২৯ জানুয়ারি রোববার বিকেল ৪টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক হাজীগঞ্জ বাজারস্থ ঐতিহাসিক বড় মসজিদের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রসেনার সভাপতি হাফেজ শাহাদাত হোসেন জাহিদের সভাপ্রধানে এ সময় বক্তারা পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন সর্বশক্তিমান মহান আল্লাহ তা’আলা। হেফাজত বা সুরক্ষিত রাখার দায়িত্বও তিনিই নিয়েছেন। বিভিন্ন যুগে বিভিন্ন কালে নানা ষড়যন্ত্র ও অবমাননা কোরআনুল কারিমকে ঘিরে হয়েছে শুধু এই মহাগ্রন্থকে ধ্বংস করার জন্যে। কিন্তু তা কোনো যুগেই সম্ভব হয়নি। যারাই একে ধ্বংস করার অপচেষ্টা করেছে বা এর বিপরীতে অবস্থান নিয়েছে তারাই ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা, ধর্মীয় সংঘাত সৃষ্টি করার জন্যে এবং রাষ্ট্র ও সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যে একটি কুচক্রী মহল সবসময় কাজ করে যাচ্ছে, বিভিন্ন বিতর্কিত বিষয় পাঠ্যবইয়ে উল্লেখ করার দুঃসাহস করছে। তাদের ব্যাপারেও সরকারকে সজাগ থাকতে হবে এবং তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
সংগঠনের উপজেলা তথ্য প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ নেয়ামুল শরীফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রাহীম, সহ-সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসাইন তালুকদার, সাধারণ সম্পাদক কারী বিলাল হোসাইন পাটোয়ারী, ছাত্রসেনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিন, হাজীগঞ্জ আলীয়া মাদ্রাসা কমিটির সভাপতি শাহপরাণ, উপজেলা অর্থ সম্পাদক কাউছার হামিদ, প্রচার সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী, শামসুল হক ফয়সাল প্রমুখ।