প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
![বর্ণিল আয়োজনে চাঁদপুর ফরক্কাবাদের ইঞ্জিঃ সৈয়দ আহমেদ পাটোয়ারীর ছেলের বিয়ে অনুষ্ঠান সম্পন্ন](/assets/news_photos/2023/01/23/image-28727.jpg)
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কৃতী সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সভাপতি ইঞ্জিঃ সৈয়দ আহমেদ পাটোয়ারী ও নাসিমা আহমেদের একমাত্র ছেলে সালেহ আহমেদ সান-এর সাথে ঢাকা ধানমন্ডি নিবাসী ব্যবসায়ী কাজী মোঃ মমিন ও কাজী নাসিমা বেগমের মেয়ে ইসরাত জাহান মৌমি-এর শুভ বিবাহ অনুষ্ঠান ২১ জানুয়ারি রাজধানীর অফিসার্স ক্লাবে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পরিবারের বিভিন্ন পর্যায়ের আত্মীয়-স্বজন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষকগণসহ অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও চাঁদপুরের অনেকে অনুষ্ঠানে যোগদান করেন। ছবিতে নবদম্পতি সান ও মৌমির সঙ্গে স্বজনদের দেখা যাচ্ছে। তারা সবার কাছে দোয়া কামনা করেন।