বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলার ৮টি থানার ১১৪টি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’-এই শ্লোগানগুলোকে সামনে রেখে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর নির্দেশক্রমে চাঁদপুর জেলার ৮টি থানায় ১১৪টি বিটে চলছে বিট পুলিশিং কার্যক্রম। প্রত্যেকটা বিটে ইনচার্জ হিসেবে রয়েছেন একজন সাব-ইন্সপেক্টর এবং সহকারী হিসেবে একজন এএসআই পদমর্যাদার কর্মকর্তা। ইতিপূর্বে বিট পুলিশিং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বিট ইনচার্জের জন্যে সরকারি মোবাইল নাম্বার বরাদ্দ দেয়া হয়েছে।

জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে বিট এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ইভটিজিং ও ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এ বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করার লক্ষ্যে পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

বিট পুলিশিং সেবার মাধ্যমে থানাভিত্তিক প্রত্যেকটা বিটে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র সাধারণ মানুষের কাছে শীতবস্ত্র বিতরণসহ মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে চাঁদপুর জেলা পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়